134
ডেস্ক: দুই-তৃতীয়াংশ ভোটে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নন্দীগ্রামে পিছিয়ে আছেন মমতা। তৃণমূলের তরফে দাবি, এখনও অনেক রাউন্ড ভোট বাকি নন্দীগ্রামে, তাই এখন আশা হারাচ্ছেন না।
মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস । কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। এ দিন পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস । বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ছিল ক্ষোভ। সেই ক্ষোভের প্রতিফলন ব্যালটে পড়েনি বলেও খুশি মমতা বন্দ্যোপাধ্যায়।