প্রথম পাতা খবর West Bengal Election Results 2021 Live: নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী

West Bengal Election Results 2021 Live: নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী

107 views
A+A-
Reset

রায়দিঘিতে হারলেন কান্তি গঙ্গোপাধ্যায় । জয়ী তৃণমূল প্রার্থী অলোক জলদাতা
4.28: কাকদ্বীপে জয়ী তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা
4.37: দুবরাজপুরে বিজেপি জয়ী। সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী।
4.36: শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ। তৃণমূলের শ্রীকান্ত মাহাতো জয়ী ৩২ হাজারেরও বেশি ভোটে।

4.26: সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।
4.26: রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী মুকুটমণি।
4.24: সিউড়িতে তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী ৭ হাজার ২৭০ ভোটে জয়ী

4.00: নন্দীগ্রামে ১৬ রাউন্ডের শেষে ৮২০ ভোটে এগিয়ে মমতা
3.52: ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হার  কৃষ্ণেন্দুনারায়ণের
3.52: ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি
২৬ হাজার ৩৭৪ ভোটে জয়ী আইএসএফ প্রার্থী
3.48: হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ৩১ হাজার ৫১৪ ভোটে
3.40: উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়
২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
3.38: সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয়ী বেচারাম মান্না ২৫ হাজার ৯৩৩ ভোটে জয়ী বেচারাম মান্না
খড়গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ৩ হাজার ১২১ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে

2.14: উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী বিদেশ বসু
বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে
2.07: কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার
৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে
2.04: শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি।
2.02: জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। হরেরাম সিংহ
৭ হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূল।

12.50: বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। চতুর্থ রাউন্ড শেষে ৮ হাজার ৮৭৮ ভোটে পার্থ চট্টোপাধ্যায়।
12.49: হাবড়ায় এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক, পিছিয়ে রাহুল সিনহা। ৪ হাজার ৯৫৬ ভোটে এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক

।12.30: বিধাননগরে এগিয়ে সুজিত বসু, পিছিয়ে সব্যসাচী দত্ত। সপ্তম রাউন্ড শেষে সাড়ে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে সুজিত
12.27: মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া

12.15: ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের মদন মিত্র
12.11: বাঁকুড়ায় শ’খানেক ভোটে এগিয়ে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

12.07: কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
৪৯ হাজার ৮৯২ ভোটে এগিয়ে জাভেদ খান ।

12.04: তৃণমূল ২০৬, বিজেপি ৮৩ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ১ আসনে এগিয়ে, অন্যান্য ২
11.57: বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
চতুর্থ রাউন্ড শেষে ২১ হাজার ৩৫৬ ভোটে এগিয়ে

11:45: ৬ রাউন্ডের শেষে আবার ব্যবধান বাড়ালেন শুভেন্দু অধিকারি। মমতার থেকে এগিয়ে ৭২৬২ ভোটে।
11.43: চন্দননগরে সাড়ে ৬ হাজার ভোটে এগিয়ে ইন্দ্রনীল সেন।
11.42: ভাঙড়ে ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল। পিছিয়ে আইএসএফ।

11.10: রানিবাঁধ বিজেপি প্রার্থী ৬৭ ভোটে এগিয়ে

তারকেশ্বরে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি

৪ হাজার ৩৩৮ ভোটে পিছিয়ে স্বপন দাশগুপ্ত

10.54: চতুর্থ রাউন্ডের শেষে ক্যানিং পূর্বে ৯৫ ভোটে এগিয়ে বিজেপি।সোনারপুর দক্ষিণে এগিয়ে লাভলি

10.51:  খড়দহে এগিয়ে প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিংহ।

10.44: দ্বিতীয় রাউন্ডের শেষে ডায়মন্ড হারবারে ৫৪২ ভোটে এগিয়ে তৃণমূল

10.08: কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ১২ হাজার ৮৪৫ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম
10.05: বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ে
10.03: কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
প্রথম রাউন্ড শেষে ১২ হাজার ৯৭০ ভোটে এগিয়ে জাভেদ খান
10.01: তৃণমূল ১৬৯, বিজেপি ১১৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
9.59: চৌরঙ্গিতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়
9.53: রাসবিহারীতে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত সাহা
রাসবিহারীতে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
9.53: ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী
১ হাজার ৭৫৯ ভোটে এগিয়ে রাজ চক্রবর্তী
9.51: সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
৪ হাজার ৪৬৬ ভোটে এগিয়ে বেচারাম মান্না
উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন মল্লিক
9.42: বিধাননগরে এগিয়ে সুজিত বসু, পিছিয়ে সব্য়সাচী দত্ত। এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা

9.47: চন্দ্রকোনা দ্বিতীয় রাউন্ডের শাষে প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
9.46: নন্দীগ্রামে ৩হাজার ৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। এখনও বাকি ১৫ রাউন্ড গণনা।
9.43: চুঁচুড়ায় লকেট পিছিয়ে। এগিয়ে তৃণমূলের অসিত মজুমদার। প্রথম রাউন্ডে গণনা শেষে জলপাইগুড়ি জেলার ৭ আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি। রাজগঞ্জে এগিয়ে তৃণমূল
9.34: শীতলখুচিতে ২৩১ ভোটে এগিয়ে তৃণমূল

9.25: কলকাতা বন্দরে প্রথম রাউন্ড গণনার শেষে ফিরহাদ হাকিম ৬,৩০০ ভোটে এগিয়ে

9.14: প্রাথমিক গণনায়  তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
9.12: প্রাথমিক গণনায় ডোমজুড়ে পিছিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়
9.11: প্রাথমিক গণনায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম
9.06: সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ

9.00 বর্ধমান দক্ষিণে এগিয়ে তৃণমূলের খোকন দাস। কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম। দমদমে এগিয়ে বিমলশঙ্কর নন্দ। বলরামপুরে এগিয়ে বিজেপির বানেশ্বর মাহাত। রায়গঞ্জে এগিয়ে বিজেপি কৃষ্ণ কল্যাণী 

08:45: পোস্টাল ব্যালটের গণনায় প্রাথমিক ছবি সামনে আসছে। বিধাননগরে এগিয়ে বিজেপির সব্যসাচী দত্ত, বালিগঞ্জে এগিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূলের অতীন ঘোষ, ডেবরায় এগিয়ে আছেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, দিনহাটায় এগিয়ে বিজেপির নীশিথ প্রামাণিক। আরামবাগের তৃণমূলের সুজাতা মন্ডল এগিয়ে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম এগিয়ে। এগিয়ে করণদিঘিতে এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম পাল। গোয়ালঘরে এগিয়ে তৃণমূলের গোলাম রব্বানি।

8.45: লাভপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ।দুরবাজপুরে এগিয়ে বিজেপি অনুপ সিংহ। নলহাটিতে রাজেন্দ্র প্রসাদ সিং।ময়ূরশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল। বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। সোনারপুর উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম। মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী।

8.40: নন্দীগ্রামে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

8.37: পোস্টাল ব্য়ালটের গণনায় হাসন ও সুজাপুরে এগিয়ে সংযুক্ত মোর্চা
8.33:পোস্টাল ব্য়ালটের গণনায় বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্য়ায়
8.32: পোস্টাল ব্যালটে গণনা শুরু হওয়ার আধ ঘণ্টা পর ৪৮টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, সংযুক্ত মোর্চা এগিয়ে ২টি আসনে।
8.30: পোস্টাল ব্য়ালটের গণনায় মুরারইতে এগিয়ে বিজেপি।
8.20: পোস্টাল ব্য়ালটের গণনায় মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল
8.19: পোস্টাল ব্য়ালটের গণনায় হাসনে এগিয়ে সংযুক্ত মোর্চা
8.18: পোস্টাল ব্যালটের গণনায়  নলহাটিতে এগিয়ে তৃণমূল
8.17: পোস্টাল ব্য়ালটের গণনায় সিউড়িতে এগিয়ে বিজেপি
8.16: পোস্টাল ব্য়ালটের গণনায় মেমারিতে এগিয়ে বিজেপি

8.16: পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গিয়েছে। সাড়ে ৮টা পর্যন্ত সেই গণনা শেষ হওয়ার পর সাড়ে ৮টায় খোলা হবে ইভিএম। 
8.12: ‘জয় আমার নিশ্চিত’, বললেন অশোক ভট্টাচার্য।
7.56: আমার কোনও টেনশন নেই, বললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
7.45: গণনা শুরুর আগেই গণনা কেন্দ্রে পৌঁছলেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । তাঁর কেন্দ্রের গণনা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। 
7.44: নির্দিষ্ট সময়ের আগে, তৃণমূলের প্রতিনিধিকে ছাড়াই খোলা হয়েছে স্ট্রং রুমের দরজা। অভিযোগ ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
7.30: কলকাতা বন্দরের গণনাকেন্দ্রে পৌঁছলেন ফিরহাদ হাকিম।জয় নিয়ে নিশ্চিত, কিন্তু সেটা শুধু আনন্দের হবে না, তার সঙ্গে এবার জড়িয়ে থাকবে অনেক দায়িত্ব। 
7:21: হলদিয়ার গণনা কেন্দ্রে পৌঁছলেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
7.15: বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ
ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ 
ভাঙচুরের অভিযোগ অস্বীকার। তৃণমূলের
7:04: আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন, দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের।

ডেস্ক : কার দখলে ‘নীল বাড়ি’, সেই দিকে তাকিয়ে গোটা দেশ। কোভিড বিধি মেনে গণনা শুরু হবে কেন্দ্রগুলিতে। সকাল ৮টা থেকে রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে শুরু ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন থাকছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.