Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফিকে হচ্ছে বিজেপি-যোগের সম্ভাবনা, ফের তৃণমূলে সক্রিয় হওয়ার চেষ্টায় সুবল ভৌমিক! - NewsOnly24

ফিকে হচ্ছে বিজেপি-যোগের সম্ভাবনা, ফের তৃণমূলে সক্রিয় হওয়ার চেষ্টায় সুবল ভৌমিক!

আগরতলা: তিনি না কি বিজেপিতে যোগ দিতে চলেছেন! এমন খবর চাউর হতেই বিবৃতি জারি করে সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। তবে এখন খবর, দূরত্ব কমিয়ে তৃণমূলে ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।

ত্রিপুরায় তৃণমূল নতুন করে সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই সামনের সারিতে ছিলেন সুবল। কিন্তু রাজ্যের সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। অভিযোগ, দলের হয়ে কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন তিনি। এর পরই তাঁর রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে যায়। শোনা যায়, বিজেপি শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি।

তৃণমূল পদ থেকে অপসারণ করার পরেই তার বিজেপি যোগের বিষয়টি আরও জোরালো হয়। এ দিকে, সূত্রের খবর, সুবল নিয়ে খুশি নয় বিজেপির একাংশ। মূলত তাদের আপত্তিতেই সুবলের বিজেপি যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে।

এরই মধ্যে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একাধিক ছবি পোস্ট করেছেন সুবল। ছবির ব্যাকগ্রাউন্ডে উল্লেখ উপনির্বাচনের পরে সভার। সেখানে কেক কাটতেও দেখা যাচ্ছে তাঁকে। ত্রিপুরা তৃণমূলের সদস্যরা সেখানে রয়েছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, এর মাধ্যমে কি তৃণমূল কংগ্রেসকে কোনো বার্তা দিতে চাইছেন প্রাক্তন রাজ্য সভাপতি?

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট বিবৃতি জারি করে তৃণমূল জানায়, “যত দিন পর্যন্ত না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছেন, ততদিন ত্রিপুরায় দলের যাবতীয় কাজকর্ম সামলাবেন তৃণমূলের ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব”।

আরও পড়ুন: মহিলার সঙ্গে দুর্ব্যবহার বিজেপি বিধায়কের, ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনা করল তৃণমূল

Related posts

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের