মহিলার সঙ্গে দুর্ব্যবহার বিজেপি বিধায়কের, ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনা করল তৃণমূল

বেঙ্গালুরু: জল জমার সমস্যা পরিদর্শনে এলাকায় গিয়েছিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বিধায়ক অরবিন্দ লিম্বাভালি। তাঁকে প্রশ্ন করেছিলেন এক মহিলা। আর তাতেই মেজাজ হারান বিধায়ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে সমালোচনা করা হয়েছে এই ঘটনার।

ঘটনায় প্রকাশ, মহাদেবপুরের বিধায়ক রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা তাঁকে কিছু বলার জন্য এগিয়ে আসেন। আর তখনই এই বিজেপি বিধায়ক ওই মহিলার উপর চিৎকার করে ওঠেন এবং নিগ্রহ করেন বলেও অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে। এই ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল।

ভিডিয়োয় দেখা যায়, মহিলার হাতে কিছু কাগজ ছিল। সেই কাগজ তিনি বিধায়ককে দেখাতে চেয়েছিলেন। কিন্তু কাগজগুলি ছিঁড়ে দেন বিধায়ক। তার পরই মহিলাকে আটক করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

ভিডিয়োটি দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল লিখেছে, “শীর্ষস্তরের নির্বাচিত বিজেপির জনপ্রতিনিধি আবার প্রমাণ করলেন এই সব আবর্জনাকে বাদ দিয়ে দেশ অনেক ভালো চলবে”।

আরও পড়ুন: অনুব্রতকে দেখতে প্রবল ভিড়, ভার্চুয়াল শুনানির আবেদন

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার