২৫ নভেম্বর ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ডেস্ক: ২৫ নভেম্বর ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এদিনই শেষ হচ্ছে প্রচার। আগামী ২৮ নভেম্বর ভোটের ফল ঘোষণা৷এ দিন পুরভোট নিয়ে নির্দেশ দিতে গিয়ে শীর্ষ আদালত জানায়, ‘যে আশঙ্কা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট পিছনোর আর্জি জানিয়েছে, রাজ্য সরকারকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দিলেই তার নিষ্পত্তি করা সম্ভব৷’ ভোট পিছনোর আবেদন খারিজ করলেও পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ফের ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ 


এদিকে পুরনির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটাও জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দেড় ঘণ্টা সময় দিলাম। নির্বাচন থেকে শুরু করে ফলাফল বের হওয়া পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশ দেয় আদালত।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের