করোনার উদ্বেগ এখনও পর্যন্ত কাটেনি। আর তার মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই রোগ দেখা দিয়েছে। চিন্তা বাড়ছে চিকিৎসকদের মধ্যেও। মূলত শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বলে সূত্রের খবর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এই রোগ নিয়ে বহু শিশু হাসপাতালেও ভর্তি হচ্ছে বলে জানা যাচ্ছে। কোলাঘাটের এক শিশু চিকিৎসকের কাছে এক মাসে প্রায় ২০টি শিশু স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়ে এসেছেন জানান শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক। এই মুহূর্তে কোলাঘাটের একটি বেসরকারি শিশু চিকিৎসা কেন্দ্রে চারজন শিশু এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
তবে এই মুহূর্তে স্ক্রাব টাইফাসে আক্রান্ত সব শিশুই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শিশুদের শরীরে বিভিন্ন উপসর্গ থাকে। সব মিলিয়ে সঠিক চিকিৎসায় সব শিশুই সুস্থ হয়ে উঠছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে শিশুদের ভর্তির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। শিশুদের স্ক্রাব টাইফাস এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়ে সাধারণ বেডেই প্রায় ৮০ জন শিশু মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের যে সব শিশু বিভাগ রয়েছে, সেখানেও সব বেডেইে ভর্তি শিশুরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medinipore Medical College and Hospital) জ্বর নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকরা। প্রতিদিন ১০ থেকে ১৫ জন করে শিশু ভর্তি হচ্ছে জ্বর নিয়ে।
চিকিৎসক প্রবীর ভৌমিক জানান, স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ। এই রোগের জন্য দায়ী ‘ট্রম্বিকিউলিড মাইটস’ নামক এক ধরনের পোকা। মূলত ঝোপঝাড়ে এই পোকা থাকে। বাচ্চারা খালি গায়ে এদিক ওদিক খেলাধূলা করে। কোনওভাবে তা কামড়ে দিতে পারে। পাশাপাশি বর্ষায় যেহেতু গাছপালা, ঝোপঝাড়ের পরিমাণ বেড়ে যায়, তাতেও স্ক্রাব টাইফাসের ঝুঁকি তৈরি হয়। কারণ, এসবের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে নানা ধরনের পোকামাকড়। চিকিৎসকদের কথায়, এই পোকা অনেক সময় পোষ্যের গায়েও থাকতে পারে। গ্রামের দিকে ইঁদুরের উৎপাত খুবই বেশি। বলা বাহুল্য এই ইঁদুরের গায়েও এঁটুলির মতো লেগে থাকে ট্রম্বিকিউলিড মাইটস।
আরও পড়ুন :
‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে’, আক্রমণাত্মক দিলীপ
কালো মেঘে ঢাকল আকাশ, সকাল থেকে শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
প্রকাশ্যে সোনমের ছেলের প্রথম ছবি
দুর্গাপুজো বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়