প্রথম পাতা খবর কলকাতার হাসপাতালে ভর্তি অ্যাডিনোভাইরাস সংক্রমিত আরও ২ শিশুর মৃত্যু

কলকাতার হাসপাতালে ভর্তি অ্যাডিনোভাইরাস সংক্রমিত আরও ২ শিশুর মৃত্যু

326 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যে ফের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু। শনিবার রাতে এক শিশুর মৃত্যু হয় বিসি রায় শিশু হাসপাতালে। রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড়বছরের আরেক শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডিনোভাইরাসে।

শনিবার রাতে মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ৯ মাসের শিশুর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনোভাইরাসের।

মৃত শিশুর পরিবারের দাবি, ২ ফেব্রুয়ারি প্রথমবার ৯ মাসের শিশুকে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ১১ ফেব্রুয়ারি বাড়ি নিয়ে যাওয়ার পর ফের জ্বরে আক্রান্ত হয় শিশু। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার হাসপাতালে আনা হয়। কিন্তু সেইসময় শিশুকে ভর্তি না করেই আউটডোর থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে। অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হলেও বেড না থাকায় আইসিইউ-তে রাখা যায়নি শিশুকে। এরপর গতকাল ওই শিশুর মৃত্যু হয়।

অন্য দিকে, কল্যাণীর মাঝের চরের বাসিন্দা আরেক শিশুকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে দিনচারেক আগে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়েছিল। এ দিন ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি ওই দেড়বছরের শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডিনোভাইরাসে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.