প্রথম পাতা খবর মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় এক বিহারের বাসিন্দা-সহ গ্রেফতার দুই

মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় এক বিহারের বাসিন্দা-সহ গ্রেফতার দুই

310 views
A+A-
Reset

মালদহে তৃণমূল কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন বিহারের কাটিহারের বাসিন্দা এবং অন্য জন মালদহের ইংরেজবাজারের বাসিন্দা। গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মহম্মদ সামি আখতার (২০) এবং টিঙ্কু ঘোষ (২২)। আখতার বিহারের আজমনগরের বাসিন্দা এবং টিঙ্কু মালদহের জাদুপুর গাবগাছির বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন দুলাল। বাইকে করে এসে তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর মাথার কাছে লাগে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়, যেখানে পরে তাঁর মৃত্যু হয়।

দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার খুন হয়েছেন। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে।” মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “পুলিশের গাফিলতিতেই এই খুন হয়েছে। আগে তাঁর নিরাপত্তা ছিল, পরে তা তুলে নেওয়া হয়।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে পৌঁছান। ফিরহাদ জানিয়েছেন, পুলিশের কাছ থেকে তাঁরা ধৃতদের গ্রেফতারির খবর পেয়েছেন এবং তাদের জেরা চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.