ভিডিও থেকে আয় ১ কোটির বেশি! ইউটিউবারের বাড়িতে হানা আয়কর দফতরের

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের এক ইউটিউবারের বাড়িতে তল্লাশি আয়কর বিভাগের। সূত্রের খবর, তল্লাশি অভিযান চালানোর সময় ওই ইউটিউবারের বাড়ি থেকে নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার করে বিভাগ। আয়কর বিভাগের আধিকারিকরা জানান, তসলিম নামের ওই ব্যক্তি কয়েক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছিলেন এবং প্রায় ১ কোটি আয় করেছিলেন।

তবে ইউটিউবারের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। তাঁদের দাবি, উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা তসলিম শেয়ার বাজার সম্পর্কিত ভিডিও তৈরি করেন এবং এমনকী তার আয়ের উপর আয়করও দেন।

তসলিমের ভাই ফিরোজ জানান, ‘ট্রেডিং হাব ৩.০’ নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট পরিচালনা করেন তসলিম। ইউটিউব থেকে মোট আয় ১ কোটি ২০ লক্ষ টাকার উপর ইতিমধ্যে ৪ লক্ষ টাকা কর পরিশোধও করেছেন তসলিম।

ফিরোজ আরও বলেন, “আমরা কোনো ভুল কাজ করি না। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই। সেখান থেকে আমরা ভালো আয় করি, এটা সত্য। এই অভিযান একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।” একই ভাবে, তসলিমের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।

*প্রতীকী ছবি

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা