ডেস্ক: উত্তর দিনাজপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলত্যাগী তৃণমূলিদের প্রার্থী করায় রাগে ফেটে পড়েছেন আদি বিজেপি নেতা – কর্মীরা। গোটা উত্তর দিনাজপুর জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর, শীর্ষ নেতৃত্বের ছবিতে কালী লাগানো আগুন জ্বালিয়ে প্রতিবাদ।
উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভাতেই বিজেপি কর্মীদের এই বিক্ষোভ আন্দোলনের জেরে কার্যত নাজেহাল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ, ইটাহার, চাকুলিয়া, করনদিঘীর পর এবার ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডলকে বদলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন ইসলামপুর বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। শুক্রবার দুপুরে ইসলামপুর শহরের বিজেপির মন্ডল কমিটির অফিসে প্রার্থী পছন্দ না হওয়ায় পার্টি অফিস ভাঙচুর করে।
পাশাপাশি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের ছবিতে কালী মাখানোর পাশাপাশি ছবিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বিজেপির বেশ কয়েকটি কার্যালয়ও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ শীর্ষ নেতৃত্বের ছবিতে কালী লাগানোর পাশাপাশি তাতে আগুনও ধরিয়ে দেয় ক্ষুদ্ধ বিজেপি কর্মীরা। বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, এলাকার মানুষ প্রার্থী না হওয়ায় কিছু কিছু জায়গায় বিজেপি কর্মীরা ক্ষুদ্ধ হয়েছেন।
শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রোষের আঁচ। অচিরেই বিক্ষোভ মিটবে, আশা বিজেপি নেতৃত্বের। আর এনিয়ে ফের কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।