উত্তরকাশীর সুড়ঙ্গ দুর্ঘটনায় আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের কাজ অব্যাহত। বৃহস্পতিবারও শ্রমিকদের সরিয়ে নেওয়ার অভিযান চলেছে। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদ উদ্ধার ও সমন্বয়ের জন্য বিভিন্ন রাজ্যের আধিকারিকদের দল উত্তরকাশী পৌঁছেছে।
জ্যাপ আইটির সিইও ভুবনেশ প্রতাপ সিংয়ের নেতৃত্বে ঝাড়খণ্ড থেকে একটি দল এসেছে। এই দলটি কর্মীদের নিরাপত্তা নিয়ে উত্তরকাশীতে আধিকারিকদের সঙ্গে কথা বলেছে। টানেলে কাজ করা ঝাড়খণ্ডের বাসিন্দা শ্রমিকদের সঙ্গেও মতবিনিময় করেছেন দলের সদস্যরা। ঝাড়খণ্ডের আধিকারিকরা উত্তরকাশী জেলা প্রশাসনকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়াও উত্তরপ্রদেশের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে নোডাল অফিসার অরুণ মিশ্র উত্তরকাশী পৌঁছেছেন। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। সিলকারা টানেলে কর্মরত উত্তরপ্রদেশের শ্রমিকদের অবস্থাও জানতে। এছাড়া সুড়ঙ্গে আটকে পড়া উত্তরপ্রদেশের আট শ্রমিকের অবস্থা সম্পর্কেও তথ্য নেওয়া হয়েছে।
এ দিকে, নয়াদিল্লি থেকে উচ্চ ক্ষমতার ড্রিলিং মেশিনটি গ্রিন করিডোর তৈরি করে চিনিয়ালিসাউর এয়ারস্ট্রিপ থেকে সিলকারা টানেলে আনা হয়েছিল। মেশিনের ছোটোখাটো যন্ত্রাংশগুলিও ঘটনাস্থলে পৌঁছেছে।