কোভিড পরিস্থিতি ভয়াবহ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে ফের একবার মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে লাগামছাড়া সংক্রমণ ছড়িয়ে পড়ার কারনেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

সারা দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে এই পরিস্থিতিতে কোভিদ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

করোনা সংক্রমণের বিস্তার এর দিক থেকে মহারাষ্ট্র, দিল্লি, বাংলা, তামিলনাড়ু ও কর্ণাটকের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে জানাচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। আর এই পরিস্থতির মোকাবিলায় ঠিক কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এদিন হতে চলেছে এই ভার্চুয়াল বৈঠক।

এক্ষেত্রে উল্লেখযোগ্য, মাত্রই কয়েকদিন আগে বিগত ৭ জানুয়ারি মুখোমুখি হয়েছিলেন মমতা মোদি। সেদিনও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে অল্পবিস্তর কথা হয়েছিল উভয়ের মধ্যে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন