‘বসন্ত উৎসবের নামে তাণ্ডব হতো, তাই বন্ধ করেছি’, ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

বিদ্যুৎ চক্রবর্তী। ফাইল ছবি

শান্তিনিকেতন: বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ হয় শান্তিনিকেতনে। যে কারণে তাঁরা উদ্যোগী হয়ে তা বন্ধ করে দিয়েছেন। বুধবার বিশ্বভারতীর উপাসনা থেকে এমনটাই বললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

এ দিন উপাচার্য বলেন, “‘২০১৯ সালে বসন্ত উৎসব বসন্ত তাণ্ডবে পরিণত হয়েছিল। তাই বন্ধ করেছি। এখন বসন্ত বন্দনা হচ্ছে।” তিনি আরও বলেন, “বিশ্বভারতীতে অশিক্ষিত এবং অল্প শিক্ষিততে ভরে গিয়েছে।”

এ বারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বসন্ত উৎসব হচ্ছে না জানিয়ে বিদ্যুতের দাবি, বসন্ত উৎসবের নামে তাণ্ডবের পিছনে ‘‘কিছু বুড়ো খোকার ভূমিকা থাকে।’’ অর্থাৎ, বিশ্ববিদ্যালয়েরই একাংশকে নিশানা করেছেন তিনি।

পাশাপাশি বিশ্বভারতীর এই প্রথা পরিবর্তন নিয়েও নানা মত তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই উৎসবের নামে তাণ্ডব চাননি। সে কারণেই এই প্রথার পরিবর্তন করা হয়েছে।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক