জেমস অ্যান্ডারসনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এখন রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন জেমস অ্যান্ডারসনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এখন তিনিই।

৮৬৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে শীর্ষ থেকে সরিয়ে দিয়েছেন এবং প্রথম বার চূড়ায় আরোহণের আট বছর পর আবারও আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন অশ্বিন।

ভারতের তারকা অফস্পিনারই এখন টেস্টে বিশ্বের সেরা স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে চূড়ান্ত ফর্মে রয়েছেন অশ্বিন। প্রথম দুই টেস্টে ১৪টি উইকেট পেয়েছিলেন। এই সিরিজে তাঁর শক্তিশালী পারফরম্যান্স তাঁকে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উপকৃত করেছে।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সী আর অশ্বিন ২০১৫ সালে প্রথমবারের মতো এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন এবং তার পরে তিনি বহুবার এই চেয়ারে বসেছেন। আবারও নিজের জায়গা দখল করলেন অশ্বিন। তাঁর পাশাপাশি একইসঙ্গে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এক ধাপ অতিক্রম করে চার নম্বরে পৌঁছে গিয়েছেন। রবীন্দ্র জাডেজাও ১০-এর মধ্যে জায়গা পেয়েছেন। আট নম্বরে উঠে এসেছেন তিনি।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?