Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উপনির্বাচন ভোটের ফল: আসানসোলে রেকর্ড ভোটে জয়ী শত্রুঘ্ন, বালিগঞ্জে বাবুল - NewsOnly24

উপনির্বাচন ভোটের ফল: আসানসোলে রেকর্ড ভোটে জয়ী শত্রুঘ্ন, বালিগঞ্জে বাবুল

বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে প্রাথমিক গণনায় এগিয়ে বাবুল সুপ্রিয়। পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ডের গণনার শেষে ২,১৭০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল। অপরদিকে আসানসোল লোকসভা উপ নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক পর্বে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল বলে জানা যাচ্ছে।

বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। দ্বিতীয় বলয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা থাকবেন। থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ এর ক্ষেত্রে জারি হয়েছে বেশ কিছু বিধি নিষেধ। নির্বাচন কমিশনের নির্দেশ, গণনা কেন্দ্রের ভিতরে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাইরে থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অবজার্ভার ও রিটার্নিং অফিসার স্ট্রংরুমে ঢোকেন এবং সকলের উপস্থিতিতে স্ট্রংরুম খোলা হয় কেন্দ্রীয় বাহিনীর সামনেই।

এদিকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হতেই বালিগঞ্জের গণনাকেন্দ্রে পৌঁছলেন তৃণমুল প্রার্থী বাবুল সুপ্রিয় ও বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। অন্যদিকে আসানসোলেও গণনা প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র পৌঁছলেন বিজেপির অগ্নিমিত্রা পাল ও তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন