‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন, স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে’, বাঘমুণ্ডিতে অমিত শাহ

ডেস্ক:  ‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন। স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দিন।  ‘বাংলায় বাড়ছে বেকারত্ব। প্রথমে বামেদের আমলে শিল্প বন্ধ হয়েছে। তৃণমূল বিনিযোগকারীদের বাংলা থেকে ভাগিয়ে দিয়েছে।’পুরুলিয়ার বাঘমুণ্ডির সভায় তৃণমূলকে কটাক্ষ করলেন শাহ।


উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শাহ বলেন, পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর। জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি।’বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল করতে দিদিকে হারানো প্রয়োজন। খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বার করবে বিজেপি।’

আরও পড়ুন: ‘অন্যায় করলে থাপ্পড় দেবেন, এই নির্বাচন দিল্লির নয় বাংলা’: মমতা


তিনি বলেন, ‘১২ কোটির বেশি গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার দিয়েছে মোদি সরকার। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে মোদি সরকার। বিজেপি ক্ষমতায় এলে ১ বছরে ১৮ হাজার টাকা কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।’
বিস্তারিত আসছে….

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা