আজ পুরুলিয়ার ঝালদায় আস্থা ভোট, কার হাতে থাকবে পুরসভা

পুরুলিয়া: কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোট সোমবার। এ দিনই ঠিক হয়ে যাবে, কার হাতে থাকবে ঝালদা পুরসভা।

ঝালদা পুরসভার মোট আসন ১২। পুরভোটে তৃণমূল কংগ্রেস পায় ৫ আসন। কংগ্রেসের ঝুলিতেও পাঁচ, বাকি ২ আসনে জেতে নির্দল প্রার্থী। বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ৭। সেই সময় নির্দল হিসেবে জয়ী শীলা চট্টোপাধ্যায় যোগ দেন তৃণমূলে। ৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড দখল করে নেয় তৃণমূল। কিন্তু সেই শীলা চট্টোপাধ্যায়ই অনুন্নয়নের অভিযোগে তৃণমূলের থেকে সমর্থন তুলে নেন।

এর পরই গত ১৩ অক্টোবর, তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিরোধী কাউন্সিলররা। বিরোধীদের তলবি সভা ডাকা নিয়ে শুরু হয় চাপানউতোর, মামলা গড়ায় হাইকোর্টে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর, হাইকোর্টের নির্দেশে আজ ঝালদা পুরসভায় আস্থা ভোট। কংগ্রেসের দাবি, তাঁদের সঙ্গে রয়েছেন ২ নির্দল প্রার্থী। ফলে বোর্ড দখলে আত্মবিশ্বাসী হাত শিবির।

এ দিনের আস্থা ভোটকে সামনে রেখে ঝালদা শহর জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস