মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলাফল!

কলকাতা: সবকিছু ঠিক থাকলে মে মাসে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

এই বছর গত ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৭ মার্চ। পরীক্ষা শেষের সাংবাদিক বৈঠকের দিনই সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন জুনের প্রথম দিকে বা আরও আগে ফল প্রকাশিত হতে পারে। এ বার জানা যাচ্ছে, জুনের আগেই তা হতে চলেছে।

সংসদ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বারের তুলনায় এবারে খাতা দেখতে অনেক কম সময় লাগছে। শিক্ষক-শিক্ষিকারা অনেকটাই কম সময়ে উত্তরপত্র মূল্যায়ন করতে পারছেন। ৮০ শতাংশের বেশি খাতা দেখার কাজ শেষ। এমনকি উত্তরপত্রে নম্বরও জমা পড়ে গিয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১০ জুনের মধ্যে ফল প্রকাশের ব্যাপারে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশই রয়েছে। তবে, এ বার দেড় লক্ষ বাড়তি পরীক্ষার্থী থাকা সত্ত্বেও সংসদ যদি আগে ভাগে ফল প্রকাশ করে দিতে পারে, তা হলে সেটা কৃতিত্বের ব্যাপার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের