কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরবে শীত, ফের হতে পারে বৃষ্টি!

সকালে কুয়াশা শহরে। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃষ্টির সঙ্গেই উধাও শীতের আমেজ। এরই মধ্যে দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ফিরতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া দক্ষিণবঙ্গের রাতের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এর জেরে শীতের আমেজ ফের কিছুটা ফিরতে পারে। তবে ২ দিন পর ফের দক্ষিণের রাতের পারদ ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ সারা রাজ্যেই আগামী কয়েক দিনে তাপমাত্রা আবার কমতে পারে। তাপমাত্রার পারদ ওঠানামা করলেও এখনই পিছু ছাড়ছে না শীতের বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে আবার বৃষ্টি হতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। শীতের বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের