ডেস্ক: বাংলা দখলে মরিয়া বিজেপি। ফের রাজ্যে ভোটের প্রচারে আসছেন মোদী। রাজ্যে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় জনসভা প্রধানমন্ত্রীর। ২০ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।২১ মার্চ বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করবেন তিনি।
ব্রিগেড সমাবেশের মাধ্যমেই রাজ্যে বিজেপির মেগা প্রচারের সূচনা করেছিলেন তিনি।এর আগে কাঁথি ও হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে জনসভা করেছিলেন।
আরও পড়ুন: মনোনয়ন জমার আগে নন্দীগ্রামে মন্দিরে পুজো দিলেন শুভেন্দু
সৌগত রায় বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদি ও বিজেপি ভয় পান, তাই পুরো দেশের সরকারটা রাজ্যে চলে আসছে। এসব করে লাভ হবে না।”তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা ভয় পেলে একটা দেশের প্রধানমন্ত্রী এবং গোটা সরকারর্তা তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে রাস্তায় নেমে পড়েছেন।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বললে তিনি বলেন, “রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ২০টি সভা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০টি সভা করবেন। জে পি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে একাধিক সভা করবেন। আর এরা সবাই রোডশো করবেন পশ্চিমবঙ্গে।”