কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক। তাঁর আরেক পরিচয়, তিনি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে।
ইতিমধ্য়েই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রিয়দর্শিনীর নিয়োগের কথা জানানো হয়েছে। তাঁর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে।
এমনিতেই শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এরই মধ্যে বনমন্ত্রীর মেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হতেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। তবে প্রিয়দর্শিনী যে এই পদের জন্য যে যোগ্য সেটা তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকেই স্পষ্ট হয়। সুতরাং যাঁরা পরে বিরোধিতা করবেন তাঁদের এটাও মাথায় রাখতে হবে। কাকতালীয় ভাবে প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তার সঙ্গে এই পদে আসীন হওয়ার কোনো যোগ নেই বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ রয়েছে, আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ ইস্যু না হওয়া পর্যন্ত জন্য সংসদের সচিবের পদে নিযুক্ত থাকবেন প্রিয়দর্শিনী মল্লিক।