এ বার থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন নিয়মে সেপ্টেম্বরেই হবে ক্লাস ইলেভেনের পরীক্ষা। বুধবার দুই সেমেস্টারের পরীক্ষা সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আগের ঘোষণা মতো আগামী বছরের মার্চ মাসে হবে দ্বিতীয় সেমেস্টার। এ দিন তারও রুটিন প্রকাশ করেছে সংসদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি দিন দুপুর ৩টে থেকে ৪টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা নেওয়া দুপুর ৩টে থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত। যে হেতু নয়া সিমেস্টার সিস্টেমে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে, স্কুলগুলির সুবিধা অনুযায়ী, এই পরীক্ষার আয়োজন করা হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত সময় সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অপরিবর্তিত রাখা হবে।