প্রথম পাতা খবর ‘ক্ষমতায় ফিরছে আমরাই’, আত্মবিশ্বাসী মমতা

‘ক্ষমতায় ফিরছে আমরাই’, আত্মবিশ্বাসী মমতা

261 views
A+A-
Reset

ডেস্ক: ‘দুই তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে আমরাই’ দলীয় প্রার্থী, নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশ দেন তৃণমূল নেত্রী। ‘গণনার সময় টেবিল ছেড়ে আসা যাবে না’। ‘গণনাকেন্দ্রে কর্মীদের গতিবিধি নজর রাখবে দল’।

এদিন বৈঠকে মমতা বলেন, ‘শুরুতে বিজেপি এগিয়ে গেলেও, গণনাকেন্দ্র ছাড়া যাবে না’। পোস্টাল ব্যালট গণনায় সাবধান থাকুন। ভালো করে নজরদারি করবেন। কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। অনেক কিছু রটেছে, ভোরবেলা ঢুকে যাবেন। আপনারা। কোনও জায়গা ছাড়া যাবে না। সব নজর রাখবেন। আমাদের অনেক আসন আছে যা জয় নিশ্চিত।


 ‘উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস , সেই ব্যাপারেও আশাবাদী মুখ্যমন্ত্রী। ওখান থেকে আমাদের আসন অনেক আসবে।বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে আমরা পিছিয়ে থাকতে পারি। দুঃখ করে বেরিয়ে আসবেন না। ওগুলো আমরা জিতব। শেষ অবধি অপেক্ষা করতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.