কলকাতা: বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ঘিরে ঝড়ের সম্ভাবনা নিয়েই চলছে চর্চা। আলিপুর আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ মিটার উপরে রয়েছে। এছাড়াও একটি অক্ষ সম্প্রসারণ আছে। এটি হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলাদেশের বিস্তৃত। আলোচনায় রয়েছে আরেকটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করছে। এর ফলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ওই নিম্নচাপ বলয় উত্তর পূর্বে সরে এসে নিম্নচাপ তৈরি করতে পারে। এছাড়াও এটিই পরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে সেই ঘূর্ণিঝড় যে আসবেই তা নিশ্চিত নয়।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ যদি তৈরি হয়, তাহলে শুক্রবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বেড়ে যেতে পারে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বেশি বৃষ্টি হবে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৩ পরগনা জেলাতে।