শীত উধাও! বৃষ্টি আসছে বাংলায়

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত বিদায় নিয়েছে শীত। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি নামতে চলেছে বাংলা জুড়ে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই শুরু হয়ে যাবে অকাল বর্ষণ। অসময়ের বৃষ্টিতে ফের একবার শিক্ত হবে মহানগরী।

সোমবার আরও উত্তপ্ত হবে রাজ্যের আবহাওয়া, বাড়বে গরম। সেই আভাসও দিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে বৃষ্টির কারণেই উধাও হবে শীত, ভিজবে কলকাতা সহ প্রায় গোটা রাজ্য।
এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

ক্রমশই বাড়ছে রাজ্যের তাপমাত্রা। রবিবারের তুলনায় সোমবার আরও এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। সোমবার ভোর থেকেই দেখা গিয়েছে কুয়াশাচ্ছন্ন শহর। বেলা বাড়ার সঙ্গেই কুয়াশাও কেটে যাওয়ার কথা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। জানাচ্ছে হাওয়া অফিস।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা