ফের ঊর্ধ্বমুখী পারদ, আবারও গন্তব্য ৪০ ডিগ্রি?

কলকাতা: গত কয়েক দিন ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নেমেছিল কিছুটা। তবে এ বার রাজ্যে অনেকটাই কমছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা।

সোমবারের আবহাওয়া কতকটা রবিবারের মতোই থাকলেও মঙ্গলবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। অর্থাৎ, ৩০ মে থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অন্য দিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে।

আবহাওয়াবিদদের অনুমান, চলতি সপ্তাহে, কলকাতা শহরের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে। জুনের শুরুতে কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে বাড়তে আবারও ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়ে ফেলতে পারে।

উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা