আজও বৃষ্টি! এর পর কেমন থাকবে আবহাওয়া?

শহরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: ভাদ্রের শেষবেলায় অব্যাহত বর্ষার খামখেয়ালিপনা। বৃষ্টি, বিরতি, ফের বৃষ্টি। কখনও ঝিরঝিরে তো কখনও আবার জোরে। হাওয়া অফিস বলছে, শুক্রবারেও সারা দিন বর্ষণের পূর্বাভাস থাকছে কলকাতায়।

বৃহস্পতিবারের রেশ রয়ে গিয়েছে শুক্রবারেও। সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড় ও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের অনুমান, আজ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

পূর্বাভাস অনুযায়ী, সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।

এর পর  শনিবার এবং রবিবার আরও কমবে বৃষ্টির পরিমাণ। এই দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনো সতর্কতা জারি থাকবে না।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের