কলকাতা: রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া ফের একবার প্রভাব বিস্তার করবে। আগামী দু’-তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে।
ইতিমধ্যেই মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই শীতের আমেজ এসেছে। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর কমবে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার মনোরম আবহাওয়া থাকছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ কলকাতায়। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার, লক্ষ্মীপুজোর দিনেও পরিষ্কার থাকবে আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক।