নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে রাজ্যে, কেমন কাটবে গণেশ চতুর্থীর সন্ধ্যা

কলকাতা: মঙ্গলবার গণেশ পুজোর আমেজ। তাতে কিছুটা হলেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টিপাত। কারণ, এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে সেই ঘূর্ণাবর্ত। এর সবথেকে বেশি প্রভাব প্রত্যক্ষ পড়বে ওডিশা উপকূলবর্তী অঞ্চলে। একই কারণে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

বুধবারের মধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার আগে, মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ দিন পর্যন্ত কলকাতাতেও চলবে বৃষ্টিপাত। কমতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গল ও বুধবার তাপমাত্রা ফের কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরও দু’-তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আগামীকাল থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। বৃষ্টি হবে দুই দিনাজপুর, মালদহেও। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে