শীতের অপেক্ষার মধ্যেই ফের বৃষ্টির চোখরাঙানি

কলকাতা: শীতকালের অপেক্ষায় অধীর আগ্রহে রাজ্যবাসী। কিন্তু, তার মধ্যেই ফের একবার বৃষ্টির চোখরাঙানি।

এই বছরের মতো বর্ষা বিদায়ের পরে আবারও বৃষ্টিতে ভিজতে পারে দেশের একাধিক রাজ্য। চলতি সপ্তাহের শেষেই বঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সৌজন্যে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তবে এ রাজ্যে কোনো ভাবেই সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর তা তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা আরও তীব্র হয়ে ২০-২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হবে। এরপর শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নেবে সেটি। ফের এই সিস্টেম বাঁক নিতে পারে। তবে কোনওভাবেই তা সুপার সাইক্লোনে পরিণত হবে না। যদিও নিম্নচাপের দরুণ ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত।”

আরও পড়ুন: উত্তরবঙ্গে পা দিয়েই মালবাজারে বিসর্জন-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের