কুয়াশায় মুখ ঢাকল শহর কলকাতা, বিমান চলাচলে বিলম্ব

সোমবার সকালের কলকাতাকে এক ঝলক দেখলে মনে হবে যেন শীতের সকাল। ঘনও কুয়াশার চাদরে মুখ ঢেকে ফেলেছে মহানগরী। আবহাওয়ার দৃশ্যমানতা কমে গিয়ে হয়ে যায় ৫০ মিটারেরও কম।

আর দৃশ্যমানতা এতটা কম হওয়ার কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন দৃশ্যমানতা কম থাকার কারণে ভোর থেকে বেশ কিছু বিমান ছাড়তে দেরি হয়।

সপ্তাহের শুরুতেই শহর জুড়ে ভোরের এই কুয়াশা দেখে অনেকেই ভাবতে শুরু করেন তবে কী ফের আরও একবার ফিরছে শীত! এমন ভাবনার পেছনে রয়েছে রবিবার রাতে হঠাৎ করেই তামমাত্রার পতন। এই দুই এর যোগফল হিসেবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে ফের কি ফিরছে শীত?

যদিও এমন ভাবনায় জল ঢেলেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তাপমাত্রার এই ওঠানামা চললেও বাংলার বুকে এবার আর শীত ফিরে আসবার কোনও সম্ভাবনাই নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন