নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতায়

সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

সোমবার সকালের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং গোটা সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে।

আজ সারা দিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস। এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু জয়ীয় বাস্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ও দিকে, উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। বেশ কয়েকটি রাস্তা জলের তলায় ডুবে রয়েছে। নীচু জায়গাগুলি থেকে উঁচু এলাকায় এসে ঠাঁই নিয়েছেন অনেকে। 

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা