মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: বৃষ্টির জেরে উধাও গরমের অস্বস্তি। সে ভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে। তার পর ফের পরবির্তন হতে পারে আবহাওয়ার।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। আপাতত চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।

রবিবার প্রায় সারা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত এ করম চলবে। আকাশ মেঘলা থাকবে ও মাঝেমধ্যে বৃষ্টি হবে। বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ পেতে বৃহস্পতিবার হয়ে যাবে। এতে কয়েকদিন গরম থেকে স্বস্তি মিলবে।

রাজস্থান থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এই দু’টি কারণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং গোটা পূর্ব ভারত জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দার্জিলিঙে সান্দাকফু ও সিকিমের বেশি উঁচু স্থানগুলিতে তুষারপাতের কারণও এটা।

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়