বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া! বৃহস্পতিবারেও পিছু ছাড়ছে না দুর্যোগ

কলকাতা: চলতি সপ্তাহের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায়। বুধবার প্রায় সারাটা দিনই মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারেও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। ইতিমধ্যেই বৃষ্টি ঘিরে রয়েছে হলুদ সতর্কতা। শুক্র ও শনিবার হালকা বর্ষণ হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রায় আসবে বদল।

বৃষ্টিতে এক ধাক্কায় নামল শহর কলকাতার পারদ। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম ছিল। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হবে।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ