কবে বাড়বে ঠান্ডার দাপট, স্পষ্ট করল হাওয়া অফিস

কলকাতা: ওঠা-নামা করছে কমছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের চেয়ে সামান্য বাড়লেও শুক্রবার ঠান্ডার রেশ শহর থেকে শহরতলীতে। তবে এরই মধ্যে সুখবর রয়েছে শীতপ্রেমীদের জন্যে।

বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সকালে সামান্য বেড়ে হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে, সকাল ও সন্ধের পর থেকে তাপমাত্রা কমলেও বেলা বাড়লেই শীতের অনুভূতি কিন্তু ফিকে হচ্ছে।

হাওয়া অফিসের মতে, সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ থাকবে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা পারদ এ রকমই থাকবে। জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। সকালের দিকে সামান্য কুয়াশা এবং বেলায় আকাশ পরিস্কার থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে হাড় কাঁপানো ঠান্ডার জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই সময় থেকেই থিতু হতে শুরু করবে শীত। শহর থেকে জেলা হু হু করে বাড়বে ঠান্ডা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন