কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে শেষ কয়েকদিন ধরে অব্যাহত দাবদাহের দাপট। গরমে কার্যত হাঁসফাঁসে অবস্থা। উত্তরবঙ্গের কোথাও কোথাও তীব্র ঝড়বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন করে ঝড়বৃষ্টি হয়নি। তাপপ্রবাহ আর কতদিন চলবে, সেটাই এখন প্রশ্ন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রাজ্যের ৯টি জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা।
হাওয়া অফিসের মতে, আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী সপ্তাহ জুড়ে। সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। প্রায় ৪০ এর দোরগোড়ায় এসে গিয়েছে শহর কলকতার তাপমাত্রা। এদিকে, আর্দ্রতাজনিত অস্বস্তিও দোসর হয়েছে এই গরমের। তবে, এই সপ্তাহের শেষ থেকে খেলা ঘুরবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, ৭ এপ্রিল দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ও দিকে, শুক্রবার দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে চলেছে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আলিপুর আবহাওয়া দফকর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আগামী ২ থেকে ৩ দিনে আরও বাড়বে।