বাড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক: সামান্য হলেও ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এমনকী সপ্তাহান্তে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

উত্তুরে হাওয়ার দরুন কয়েক দিন ধরেই নামছে পারদ। যার জেরে রাত এবং সকালে অনুভূত হচ্ছে শীত। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। ফলে স্থায়ী হচ্ছে না শীত। হাওয়া অফিস বলছে, শীতের আমেজে বিঘ্ন ঘটাবে পূবালী হাওয়া। এর প্রভাবেই উত্তুরে হাওয়ার দাপট কমবে। সব মিলিয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী দু’দিন রাজ্যের আকাশ থাকবে মেঘলা। সপ্তাহের শেষে সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এমনিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন শীতের আমেজ। বেশ কয়েক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। রাতের দিকে স্বাভাবিকের নীচে নামছে তাপমাত্রা। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যে প্রবেশ করতে পারে পূবালী হাওয়া। এর ফলে রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যে কারণে দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নেতৃত্বে রোহিত

উল্লেখ্য, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে