রাজ্যের সব স্কুলে এ বার বসছে হাইস্পিড ইন্টারনেট

কলকাতা: এ বার থেকে রাজ্যের সব স্কুলে পাওয়া যাবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, রাজ্য়ের প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক সব স্কুলে হাইস্পিড ইন্টারনেটের কানেকশন বসাবে রাজ্য সরকার অধীনস্থ সংস্থা ওয়েবেল।

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, সমস্ত স্কুলে হাইস্পিড ইন্টারনেট সংযোগের জন্য একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলগুলিতে যাতে পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

করোনার সময় থেকে পড়াশোনায় ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের নম্বর এই পোর্টালে আপলোড করতে হয়। আর তার জন্য প্রয়োজন ইন্টারনেট। কিন্তু অভিযোগ উঠছে যে অনেক সময় নেটের সমস্যার জন্য খুব ধীর গতিতে কাজ করতে হয়। এ ধরনের পরিস্থিতির কথা বিচার করেই এ বার হাইস্পিড ইন্টারনেট পরিষেবা বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই কাজ সম্পূর্ণ করার জন্য় দু’মাস সময় দেওয়া হয়েছে ওয়েবেলকে। আশা করা হচ্ছে, দ্রুত এই কাজ সম্পূর্ণ হবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন