ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর কৌর

কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে দেশকে তৃতীয় পদকটি এনে দিলেন হরজিন্দর কৌর। মহিলাদের ৭১ কেজি বিভাগে তিনি জিতলেন ব্রোঞ্জ। কমনওয়েলথ গেমস থেকে ভারতকে একের পর এক পদক দিয়ে চলেছেন ভারতীয় ভারোত্তোলকরা। মীরাবাঈ চানু, বিন্দিয়ারানি দেবীর পর মহিলাদের ভারোত্তোলনে দেশকে পদক এনে দিলেন হরজিন্দর কৌর।

পদক জয়ের পর সাক্ষাৎকারে হরজিন্দর বলেছেন, ”কঠিন পরিশ্রম না করলে পদক জেতা যায় না। তবে আজ এই সাফল্যের পিছনে ঈশ্বরের হস্তক্ষেপ ছিল। অল্প নয়, বরং পুরোটাই ছিল। ঈশ্বরের ইচ্ছাতেই পদক জিতেছি। আমার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁরা প্রত্যেকে জবাব পেয়েছেন। আমার মা-বাবা প্রার্থনা করেছিলেন, তাঁরা ঈশ্বরের কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছেন।”

প্রথম বারের প্রচেষ্টায় হরজিন্দর ৯০ কেজি তুলতে পারেননি। এরপর দ্বিতীয় বার তিনি তোলেন ৯০ কেজি। এবং তৃতীয় বারের প্রয়াসে তোলেন ৯৩ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় হরজিন্দর তোলেন ১১৩ কেজি। দ্বিতীয় বারে তিনি তুলে নেন ১১৬ কেজি। এবং তৃতীয় বারের প্রচেষ্টায় তোলেন সব থেকে বেশি, ১১৯ কেজি। ক্লিন অ্যান্ড জার্কের তিন বারের প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরই পদক নিশ্চিত হয় হরজিন্দরের। দ্বিতীয় প্রয়াসে সফল হন, তৃতীয় প্রয়াসে ৯৩ কেজি তোলেন। তবে ১০৩ কেজি তুলে রেকর্ড গড়ে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের সারা ডেভিডস। তিনিই শেষ অবধি ক্লিন অ্যান্ড জার্কে নতুন গেমস রেকর্ড গড়ে ১২৬ কেজি তোলেন। সবমিলিয়ে ২২৯ কেজি তুলে নতুন গেমস রেকর্ড গড়ে তিনি সোনার দখল নেন। স্ন্যাচে নাইজেরিয়ার জয় ওগবনে ইজে ১০০ কেজি তুলেছিলেন। অস্ট্রেলিয়ার কিয়ানা রোজে এলিয়ট তোলেন ৯৪ কেজি।

আরও পড়তে পারেন :

ফাইনালে শরথ কমল-সাতিয়ান, ব্যাডমিন্টনে পদক নিশ্চিত

আফগানিস্তানে মার্কিন বিমান হানায় হত ৯/১১-র মাস্টারমাইন্ড আয়মান আল জাওয়াহিরি

মধ্যপ্রদেশের হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মৃত ১০

বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল, আসছে নতুন মুখ, ঘোষণা মমতার

রাজ্যে আরও ৭ নতুন জেলা, ঘোষণা মমতার

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়