কলকাতা: ঘূর্ণিঝড় মিধিলির ফাঁড়া কাটতেই একদিনে ২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল কলকাতায়। হিমেল হাওয়া আর পারদ পতন মিলিয়ে নভেম্বরে তৃতীয় সপ্তাহে রীতিমতো শীতের আমেজ মিলল। তবে হাওয়া অফিস যদিও জানাচ্ছে, এই সুখ বেশি দিনের নয়।
শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। চলতি মরশুমে ঠাণ্ডার পারফরম্যান্স একেবারে ভাল নয়। শীত এমনিতেই অনেক দূরে, কিন্তু হেমন্তের স্বাভাবিক পারদপতনও এ বার অধরা বাংলায়। আগামী ক’দিনে তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু হু হু করে পারদ নামার আশা কম।
আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
যদিও আকাশ পরিষ্কার হলেও পাকাপাকিভাবে শীত এই মুহূর্তে আসছে না। মৌসম ভবন সূত্রে খবর, মেঘ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খানিকটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ মিলবে ভরপুর।