কলকাতা: আইনি জটিলতা কাটিয়ে সুখবর পেলেন ২০২২ সালে প্রাথমিকে নিয়োগের পরীক্ষার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হল। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের ওয়েবসাইটে সেই প্যানেল প্রকাশ করা হয়েছে।
১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২২ সালে। গত ডিসেম্বর মাসে নেওয়া হয় টেট পরীক্ষা। পরে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় স্থগিতাদেশ উঠে যাওয়ার পর এবার প্রকাশ হল মেধাতালিকা। এ দিন সাংবাদিক বৈঠক করে ওই প্যানেল প্রকাশ করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সাত দিনের মধ্যে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।
২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দেখতে হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbprimaryeducation.org-তে যেতে হবে প্রার্থীদের।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লার নির্দেশ দেয় যে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করতে পারবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ।