বিধানসভা উপনির্বাচন: বিকেল ৫টা পর্যন্ত চার কেন্দ্র ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ

মানিকতলায় এক অশীতিপর ভোটারকে সাহায্য। ছবি: রাজীব বসু

কলকাতা: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া প্রায় নির্বিঘ্নেই মিটলো রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত চার কেন্দ্র ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে। চার কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ।

লোকসভা ভোটের ফল বলছে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট— এই তিন কেন্দ্রেই এগিয়ে বিজেপি। মানিকতলায় এগিয়ে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা থেকে জিতেছিল বিজেপি। মানিকতলায় জিতেছিল তৃণমূল। আগামী ১৩ জুলাই হবে উপনির্বাচনের ভোটগণনা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন