কলকাতা: শনিবার সকাল ৮টা থেকে শুরু হল চার বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
গত বুধবার রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই চার কেন্দ্রের মধ্যে তিনটিতেই উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। মানিকতলার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।
রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, বাগদায় ২ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা, রাণাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, মানিকতলায় ৩ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা।
উপনির্বাচন হওয়া চার কেন্দ্রের মধ্যে জেতা তিন আসন ধরে রাখতে পারে কি না বিজেপি, সে দিকে আজ নজর রয়েছে সকলের। পাশাপাশি মানিকতলার ফল কী হয়, সেটাও জানা যাবে আজই।