মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে ছ’জনের মৃত্যু হল। অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার ঠিক রাত ১২টা নাগাদ ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। রোগী ছাড়াও অ্যাম্বুল্যান্সের ভিতর ছিলেন তাঁর আত্মীয়রা। রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীর কাছে লরির সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সের। মৃত্যু হয় ছয় যাত্রীর।
এই পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, রাতে লরির গতি তীব্র ছিল এবং অ্যাম্বুলেন্সও রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে তাড়াহুড়ো করে। তার জেরেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল। কেশপুর দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির মুখোমুখি হয়ে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সটির গতি এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।