120
কলকাতা: আজ, শনিবার কলকাতা ফুটবল লিগে বড় ম্যাচ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি। যুবভারতীতেই হবে মরশুমের প্রথম ডার্বি।
দু’টি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। সায়ন বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গল দু’টি ম্যাচেই জিতেছে। তার মধ্যে প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে সাত গোল দিয়েছে তারা। সুহেল ভাটের মোহনবাগান এখনও জয়ের মুখ দেখেনি। দু’টি ম্যাচই ড্র করেছে তারা।
আজ যুবভারতী ভরে যাবে, আশা করছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি একটাই কথা বলে চলেছেন, কে খেলল, বড় কথা নয়। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল নামের মধ্যেই আবেগ লুকিয়ে রয়েছে। সমর্থকরা সেই টানেই মাঠে আসবেন।
এ দিন যুবভারতীতে খেলা শুরু বিকাল সওয়া ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।