আমলা নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি, মোদিকে বিরত হওয়ার আবেদন মমতার

শেষ পর্যন্ত আমলাদের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? কেন্দ্র নাকি রাজ্য! এই বিষয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশভাবে নিজেদের হাতে নিতে আইএএস ক্যাডার রুল সংশোধনের পথে হাঁটতে চাইছে কেন্দ্র।

এই নিয়ে আইন সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অপরদিকে কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১৯৫৪ সালের তৈরি এই আইএএস আইন সংশোধনের যে উদ্যোগ ভারতের বর্তমান সরকার নিয়েছে, সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আর এই উদ্যোগ থেকে যাতে কেন্দ্র সরকার বিরত থাকে, সেই আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই ব্যাপারে বেশিরভাগ আইএএস অফিসার মনে করেন যে, ডেপুটেশন এর ক্ষেত্রে রাজ্যের অভিমত অত্যন্ত গুরুত্বপূর্ন। যদিও আইন মোতাবেক এই ব্যাপারে কেন্দ্র সরকার এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে রাজ্য।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক