Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলায় মদ বিক্রির নতুন রেকর্ড, রাজ্যের কোষাগারে ঢুকলো ১২ হাজার কোটি - NewsOnly24

বাংলায় মদ বিক্রির নতুন রেকর্ড, রাজ্যের কোষাগারে ঢুকলো ১২ হাজার কোটি

বাংলাযর বুকে নতুন রেকর্ড সৃষ্টি করল ২০২১ সাল! বর্তমান অর্থ বর্ষ শেষ হতে বাকি এখনও প্রায় তিন মাস, অথচ এখনই লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলেছে রাজ্য। এখনও পর্যন্ত মদ বিক্রিতে ১২ হাজার কোটি রোজগার রাজ্যের!

মদ বিক্রিতে বিগত কয়েকটি অর্থবর্ষেও রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা ছাপিয়ে গিয়েছিল রাজ্য সরকার। তবে গতবার মাথায় মাথায় পূরণ হয়েছিল লক্ষ্য। কারন হিসেবে ছিল লকডাউন, করোনার কঠিন আবহ। তবে দিন যত গড়িয়েছে যতই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি ততই পাল্লা দিয়ে বেড়েছে মদের বিক্রি। তারপর আর পিছনে তাকাতে হয়নি রাজ্যের আবগারি দফতরকে।

রাজ্যের আবগারি দফতর সূত্রে খবর, ২০১৬-১৭ অর্থবর্ষে ৪ হাজার ৬৯৮ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ৫ হাজার ২২৬ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে ৫ হাজার ৭৮১ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে ১০ হাজার ৫০৩ কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ১০ হাজার ৫৫৩ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ১১ হাজার কোটি টাকার লক্ষ্যে নেমে রাজ্য আয় করেছিল ১১ হাজার ২৩৬ কোটি টাকা।

মদ বিক্রির বহর দেখে চলতি অর্থবর্ষে আরও ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যস্থির করেছিল রাজ্য। অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের লক্ষ্যমাত্রা স্থির করা ছিল ১২ হাজার কোটি টাকা। আর তিন মাস বাকি থাকতেই চলতি অর্থবর্ষে ১২ হাজার কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল রাজ্য আবগরি দফতর।

ওয়াকিবহাল মহলের মতে রাজ্যে মদ সহজ লভ্য হয়ে যাওয়ার কারণে অবৈধ বিক্রি কমেছে। ফলে ফুলে ফেঁপে উঠেছে রাজ্যের কোষাগার। আর এই কারণেই মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড বাংলার। বাংলায় জাঁকিয়ে শীত নামার আগেই মদের নেশায় বুঁদ আম বাঙালী।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন