আরজি করে আর্থিক অনিয়ম, তদন্তে সিট গঠন রাজ্যের

কলকাতা: আরজি কর হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগের তদন্তের কাজ শুরু করল রাজ্য সরকার। আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এই মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ যখন তোলপাড়, তখন রাজ্য প্রশাসনের এমন একটা পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে।

আরজি করে প্রায় সাড়ে তিন বছর ধরে ঘটে চলা আর্থিক অনিয়মের তদন্তে সিট গঠনের নির্দেশ রাজ্য সরকারের।

একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে,আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। সিটের অন্য তিনজন সদস্য মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা। আইজি সিআইডি সোমা দাস মিত্র। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক অনিয়মের তদন্ত করবে এই দল।তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সকল সরকারি দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক