টিফিনের সময়ও থাকা যাবে না কর্মসূচিতে, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের

কলকাতা: অফিসের টিফিন টাইমেও কোনো মিটিং-মিছিল করা যাবে না। সরকারি কর্মচারীদের সময়ে অফিস আসতে হবে, নির্দিষ্ট সময়ে বেরোতে হবে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্যের অর্থ দফতর।

মূলত সরকারি কর্মীদের শৃঙ্খল পরায়ণ হওয়ার নিয়ম জারি করা হয়েছে নবান্নের তরফে। নিয়মগুলির মধ্যে রয়েছে যথাসময় হাজিরা দেওয়া, কাজের সময় অতিরিক্ত ঝামেলায় না জড়ানো, অফিস প্রধানের অনুমতি ছাড়া অফিসের বাইরে না যাওয়া। নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অফিসের কাজের সময় অন্য কোনো কর্মসূচি বরদাস্ত করবে না সরকার। এমনকি, মধ্যাহ্নভোজের বিরতিতেও কোনো কর্মসূচিতে থাকা চলবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে।

দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত কারণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বেরোনো যাবে না। বেলা ১টা ৩০ থেকে দু’টোর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতিতেও অন্য কোনো কর্মসূচি পালন করা চলবে না। অন্যথায় প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট কর্মীকে। শুধুতাই নয়, সে দিন তিনি অফিসে অনুপস্থিত ছিলেন বলেও ধরে নেওয়া হবে।

Related posts

শেষপর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে কবে

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বলছেন অভিযোগকারী

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য