এক কোটিরও বেশি রাজ্যবাসীকে পরিবেষা দিয়েছে ‘দুয়ারে সরকার’

ওয়েবডেস্ক : রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প যে মাস্টারস্ট্রোক, তা পরোক্ষে স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। এবার সেই প্রকল্পেরই পরিসংখ্যান তুলে ধরল নবান্ন। জানানো হল, রাজ্যের এক কোটিরও বেশি বাসিন্দাকে বিভিন্ন পরিষেবা প্রদান করেছে ‘দুয়ারে সরকার’।

মঙ্গলবার পর্যন্ত পরিষেবাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২। স্বাস্থ্যসাথীর বিপুল চাহিদা চোখে পড়ার মতো। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭০১ জন।

আরও পড়ুন : ২৩ জানুয়ারি কেন্দ্রের ‘পরাক্রম দিবস’, অনুষ্ঠানের উদ্বোধনে কলকাতায় আসছেন মোদি, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও

এর পরেই রয়েছে জাতি শংসাপত্র ও খাদ্য সাথী কার্ড প্রাপকের সংখ্যা। রাজ্যের প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ৩৪০ জন জাতি শংসাপত্র পেয়েছেন। খাদ্যসাথী কার্ড পেয়েছেন ১১ লক্ষ ৯ হাজার ১৯১ জন। ১০০ দিনের কাজের প্রকল্পের পরিষেবা পেয়েছেন ১০ লক্ষ ৩২ হাজার ৯২ জন।

এখনও পর্যন্ত রাজ্যে ক্যাম্প হয়েছে ২১ হাজার ৮৫৭টি। ক্যাম্পে এসেছেন ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার ১৯৫ জন। স্বাস্থ্যসাথী কিংবা খাদ্যসাথীর পাশাপাশি শিক্ষাশ্রী, জয় জোহর, তফসিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মানবিক, কৃষকবন্ধু প্রকল্পের পরিষেবা নিতেও মানুষের আগ্রহ রয়েছে যথেষ্টই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন